চেহারা ও সৌন্দর্যের জন্য” রুকইয়াহ করার পদ্ধতি-
বদনজর বা যাদুর প্রভাবে একজন ব্যক্তির চেহারা বা শরীরের সৌন্দর্য নষ্ট হতে শুরু করে।
ত্বকের উজ্জলতা ও ফর্সাভাব কমতে শুরু করে।
চেহারা ও ত্বক দেখতে অসুস্থ লাগে।
ত্বকে ও চেহারায় ব্রণ, কালোদাগ, কালোছোপ বেড়ে যাওয়া, চেহারা শুকিয়ে যাওয়া ও ত্বক ঝুলে যাওয়া ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে।
চেহারা ছোটবেলায় বা একসময় সুন্দর থাকা। বড় হওয়ার পরে ধীরে ধীরে অসুন্দর হয়ে যাওয়া, চেহারা কালো মলিন বা ফ্যাকাসে হয়ে যাওয়া।
চেহারায় বদনজর যাদুর প্রভাবে স্বামী স্ত্রীর একে অপরের প্রতি অনীহা সৃষ্টি হওয়া, ঘনিষ্ঠতা কমে যাওয়া ও সংসারে অশান্তি তৈরী হতে পারে।
চেহারায় বদনজর যাদুর প্রভাবে বিয়ে পিছিয়ে যায়, বিয়ে আটকে থাকে। অনেকসময় বিয়ে বন্ধের যাদু বা বদনজরের প্রভাব চেহারায় কাজ করে।
এই সমস্যা সাধারনত তিনভাবে কাজ করতে পারে।
1️⃣ চেহারার সৌন্দর্য, চেহারার ফর্সাভাব, চোখ হাসি ইত্যাদির সৌন্দর্যের উপর সরাসরি বদনজর পড়া।
2️⃣ পেটের ভেতরে বদনজর ও যাদুর প্রভাব শক্তিশালী হয়ে ওঠা।
3️⃣ মানসিক শারীরিক যেকোনো বদনজর, যাদুর প্রভাবে শরীর ও ত্বকের সৌন্দর্য নষ্ট হতে শুরু করা।
এধরনের সমস্যার সবচেয়ে কার্যকরী উপায় হচ্ছে, শরীরের ভেতর-বাহির উভয় জায়গা থেকে বদনজর যাদুর প্রভাব থেকে মুক্ত হওয়ার জন্য সেল্ফ রুকইয়াহ শুরু করা। চারটি সেল্ফ রুকইয়াহ এ সমস্যা সমাধানে কার্যকরী-
এক. রুকইয়াহ গোসল করা। সাত চামচ RUQYAH DETOX POWDER সাত গ্লাস রুকইয়াহর পানিতে মিশিয়ে আগুনে দশ পনেরো মিনিট জ্বাল দিন। এরপর বালতিতে গোসলের পানির সাথে ডিটক্স পাউডারের মিশ্রনটি মিশিয়ে নিয়ে ভালোভাবে শরীরে ও চেহারায় ঢেলে গোসল করে নিন। প্রয়োজন হলে রুকইয়াহর গোসলের পর স্বাভাবিক পানি দিয়ে শরীর ধুয়ে নিন।
দুই. RUQYAH TEA পান করুন। দুই কাপ রুকইয়াহর পানির সাথে হাফ চামচ RUQYAH DETOX POWDER মিশিয়ে চায়ের ন্যায় ভালোভাবে জ্বাল দিয়ে ছেকে RUQYAH TEA প্রস্তুত করে নিন। উপকারিতা ও স্বাদ বাড়ানোর জন্য সাথে মধু ও লেবুর রস মিশিয়ে নিতে পারেন।
তিন. রুকইয়াহ ফেস প্যাক ব্যবহার করুন। তিন থেকে পাচ চামচ RUQYAH DETOX POWDER পরিমাণমতো রুকইয়াহর পানির সাথে মিশিয়ে পেস্টের মতো বানিয়ে নিন। চেহারায় পুরু করে মেখে নূন্যতম এক ঘন্টা শুয়ে থাকুন। সেই সময়টি কানের পাশে কুরআন তিলাওয়াত ছেড়ে রাখুন। চেহারা ও সৌন্দর্যের উপর বদনজর যাদুর প্রভাব নষ্টের নিয়তে পুরো সময়টি কুরআন শুনুন।
চার. রুকইয়াহ ড্রিংক পান করুন। এক চামচ RUQYAH DETOX POWDER এক গ্লাস রুকইয়াহর পানির সাথে মিশিয়ে সারারাত ভিজিয়ে রাখুন। সকালে ছেকে পান করুন। উপকারিতা ও স্বাদ বাড়ানোর জন্য সাথে মধু ও লেবুর রস মিশিয়ে নিতে পারেন।
এই চারটি পদ্ধতি চেহারা ও সৌন্দর্যের রুকইয়াহর জন্য সবচেয়ে কার্যকরী।
ব্যস্ততার কারণে চারটি পদ্ধতি নিয়মিত করা সম্ভব না হলে অন্ততপক্ষে সপ্তাহে দুইবার রুকইয়াহ ফেসপ্যাক ব্যবহার করুন ও প্রতিদিন RUQYAH TEA পান করুন।
চেহারা ও সৌন্দর্যের জন্য “রুকইয়াহর পানি” যেভাবে প্রস্তুত করবেন-
পাচ লিটার পানিতে নীচের আয়াতসমূহ পড়ে ফু দিয়ে রুকইয়াহর পানি প্রস্তুত করে নিন। প্রতিটি আয়াত/ সুরা অন্তত সাতবার করে পড়ুন। প্রতিটি আয়াত/সুরা পড়ার পর পানিতে একবার করে ফু দিয়ে নিন। পড়ার পূর্বে মনে মনে দুয়া করুন-
“হে আল্লাহ, ইয়া হাইউ ইয়া কাইয়ুম! আমার চেহারা, ত্বক ও সৌন্দর্যের উপর থাকা বদনজর, যাদু, গিট ও জ্বীন শয়তানের প্রভাব ধ্বংস করে আমাকে পূর্ণ সুস্থ করে দিন।”
আয়াত ও সুরাসমূহ-
✒️সুরা ফাতিহা
✒️সুরা ফালাক্ব
✒️ সুরা নাস
✒️ সুরা ইখলাস
✒️ সুরা কাফিরুন
✒️ আয়াতুল কুরসী
✒️ সুরা হিজরের ১৬ নং আয়াত
وَلَقَدْ جَعَلْنَا فِى ٱلسَّمَآءِ بُرُوجًۭا وَزَيَّنَّـٰهَا لِلنَّـٰظِرِينَ
ওয়ালাক্বাদ জা’আলনা ফিস সামা-ঈ বুরুজাও ওয়া যাইয়ান না হা লিন নাজিরিন (আর আমি আসমানে নক্ষত্র বানিয়েছি। এগুলোকে দর্শকদের জন্য আকর্ষনীয় সৌন্দর্যমন্ডিত করেছি)।
✒️ সুরা কাহফের ৩৯ নং আয়াত-
وَلَوْلَآ إِذْ دَخَلْتَ جَنَّتَكَ قُلْتَ مَا شَآءَ ٱللَّهُ لَا قُوَّةَ إِلَّا بِٱللَّهِ ۚ
ওয়া লাওলা ইজ দাখালতা জান্নাতাকা কুলতা মাশা আল্লাহ। লা কুওওয়াতা ইল্লা বিল্লাহ। (আর যখন তোমরা বাগানে প্রবেশ করলে কেনো বললেনা যে, “মা শা আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো শক্তি সামর্থ নেই”)।
✒️ সুরা ইউসুফ ৩১ নং আয়াতাংশ-
ۖ فَلَمَّا رَأَيْنَهُۥٓ أَكْبَرْنَهُۥ وَقَطَّعْنَ أَيْدِيَهُنَّ وَقُلْنَ حَـٰشَ لِلَّهِ مَا هَـٰذَا بَشَرًا إِنْ هَـٰذَآ إِلَّا مَلَكٌۭ كَرِيمٌۭ ٣١
যখন তারা দেখলো অবাক বিস্ময়ে বলে উঠলো, ইয়া আল্লাহ ইনিতো কোনো মানুষ নন! ইনিতো দেখতে যেনো সম্মানিত ফিরিশতা!
উপরের আয়াতসমূহ দিয়ে রুকইয়াহর পানি প্রস্তুত করে সমস্যা সমাধান হওয়া পর্যন্ত সেল্ফ রুকইয়াহ করুন। পানি শেষ হয়ে গেলে পুনরায় প্রস্তুত করে নিন। আক্রান্ত ব্যক্তি নিজে আয়াত পড়ে পানি প্রস্তুত করতে না পারলে যিনি কুরআন পড়তে পারেন এমন কাউকে দিয়ে প্রস্তুত করিয়ে নিবেন।
	