Name of the Company

Ruqya Lab Limited

Head Office

Dhaka, Bangladesh

Telephone No.

+880 16242 79827

Website

https://ruqyahlab.com

E-mail

Support@ruqyahlab.com

Legal Business Number

Need

Ruqyah Lab বাংলাদেশে প্রতিষ্ঠিত একটি আধুনিক গবেষণা ও সেবামূলক প্রতিষ্ঠান, যার লক্ষ্য হলো সকল সমাধান নিয়ে আগত নবীদের নেতা মুহাম্মাদূর রাসুলুল্লাহ ﷺ এর বর্ণিত চিকিৎসা বিজ্ঞানকে মানুষের মাঝে পৌঁছে দেওয়া এবং সুস্থতার সহজলভ্য সমাধান নিশ্চিত করা।

নবী মুহাম্মাদ (সা:) আমাদেরকে নিশ্চিত করেছেন, “আল্লাহ প্রতিটি সমস্যা ও রোগের জন্য একটি সমাধান সৃষ্টি করেছেন।” সেই সমাধানকে খুঁজে বের করা, গবেষণা করা এবং মানুষের জীবনে কার্যকরভাবে প্রয়োগ করাই আমাদের কাজ।

বর্তমান সময়ে অসুস্থতা, বদনজর, যাদু, মানসিক চাপ, মাদক ও অশ্লীলতার কারণে পরিবারগুলো ভেঙে যাচ্ছে, সামগ্রিকভাবে পুরো সমাজ অলস আর প্রোডাক্টিভিটিহীন হয়ে পড়ছে। এতে অশিক্ষা, দারিদ্রতা ও মাত্রাহীন অসুস্থতা বৃদ্ধি পাচ্ছে সমাজে। পরিবার, ভালোবাসা ও সম্পর্কগুলো তাসের মত ভেঙে পড়ছে।

Ruqyah Lab এর লক্ষ্য, এই সংকট মোকাবেলায় কাজ করা —Prophetic Cure + Modern Science–এর সমন্বয়ে।

Our Vision

🔸 একটি সুস্থ, নৈতিক ও ইসলামমুখী শক্তিশালী জাতি গড়ে তোলা, যারা Prophetic lifestyle অনুসরণ করে পৃথিবীতে একটি Great Nation হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবে।

🔸 Prophetic Medicine এবং আধুনিক চিকিৎসাবিজ্ঞানের সমন্বয়ে প্রতিটি অসুস্থতার কার্যকর সমাধান নিশ্চিত করা।

🔸 Ruqyah ও Seerah based lifestyle-এর মাধ্যমে ব্যক্তি, পরিবার ও সমাজকে বদনজর, জাদু, অশ্লীলতা ও নেশা থেকে মুক্ত করে পুনর্বাসন করা।

🔸 এমন একটি সমাজ গঠন করা যেখানে চিকিৎসা হবে সহজলভ্য, সঠিক, প্রমাণভিত্তিক এবং ভণ্ড চিকিৎসক ও কবিরাজমুক্ত।

Our Mission

✅ Accessible Healing at Home – যেন প্রত্যেকে ঘরে বসেই Prophetic healing এর মাধ্যমে শারীরিক ও মানসিক সমস্যার সমাধান খুজে পায়।

✅ Integration of Prophetic & Modern Science – ওয়াহির চিকিৎসা বিজ্ঞানের সাথে আধুনিক মেডিকেল সায়েন্সের গবেষণা সমন্বয় করে শ্রেষ্ঠ সমাধান খুজে বের করা।

✅ Productivity Restoration – বদনজর, জাদু, মানসিক চাপ ও অসুস্থতার কারণে হারিয়ে যাওয়া প্রোডাক্টিভিটি ফিরিয়ে আনা।

✅ Rehabilitation & Social Reform – যুবসমাজকে মাদক, অশ্লীলতা ও আসক্তি থেকে মুক্ত করে একটি সুস্থ ও ইতিবাচক সফল জীবনধারায় ফিরিয়ে আনা।

✅ Family Protection – বদনজর ও জাদু ও অসংখ্য অসুস্থতার প্রভাবে ভেঙে যাওয়া পরিবারগুলোর সুরক্ষা নিশ্চিত করা।

✅ Authentic & Affordable Healthcare – প্রমাণভিত্তিক এবং সহজলভ্য চিকিৎসা নিশ্চিত করা।

Our Guiding Principle

Ruqyah Lab এর প্রতিটি পদক্ষেপ পরিচালিত হয় এই হাদিসের আলোকে:

“আল্লাহ পৃথিবীতে এমন কোনো রোগ সৃষ্টি করেননি, যার চিকিৎসা তিনি সৃষ্টি করেননি।”
[সহিহ আল-বুখারী]

এটাই আমাদের লক্ষ্য— প্রতিটি সমস্যার সমাধান Prophetic Medicine এর ভেতরে আছে, আর গবেষণা ও প্রয়োগের মাধ্যমে আমরা সেটিকে মানুষের কাছে পৌঁছে দিতে বদ্ধ পরিকর।